কেমনে গাহিব সিন্ধুর গান সিন্ধু আমার পর।
কাটাদাড়া বিল দেখিতে ছোট সেখানে আমার ঘর।।
শাপলা তুলিতে দিয়েছি সাঁতার সর্ব সময় যেথা।
কেমনে ভুলি হৃদয় মাঝে লুকিয়ে কত না কথা।।


সিন্ধুর কিনার ঘুরেছি অনেক অথৈয় পানিতে ঢেউ।
বুকের ভিতর কাঁপিত হৃদয় সংগে না হয় কেউ।।
কাটাদাড়া বিলে নাই তো এমন শ্বান্ত বুকেতে মায়া।
দেখেছি ঘুরেছি দুইধারে তার গাছের গহীন ছায়া।।


সিন্ধুর জল বহে শনা শন কিনারে চলিছে বাণ।
গবাদির পাল আহামারি দুখ নিয়েছে কতবা প্রাণ।।
বর্ষার জল কিনারে যেমন নাহি তার ক্ষুর ধারা।
ডাউকের দল করে ডাকাডাকি হয়তবা পথ হারা।।


চাঁদের কিরণ কুলকুলে ঢেউ চকমকে তার জল।
এঁকে বেঁকে চলা দুর সীমানায় অরুপে ধরণী তল।।
কথা কথা কথা এই হৃদে মোর কথার হয়নি শেষ।
বলিব সকল হৃদয় খুলিয়া ফিরিব যখন দেশ।।