আকাশের কোলে তারকার রাশি না হয় গুনিয়া শেষ।
সারাটি রজনী জ্বলে আর নিভে দিবসে নিরুদ্দেশ।।
লোকে বলে তাই নিশাচর দল দিবস বেলাতে ঘুম।
সূর্য মামা ঢাকিয়া চাদর আদরে দিয়েছে চুম।।


সাঁঝের মায়াতে জাগে একা এক সারাটা গগনময়।
তিমির রাতের সারাটা ভুবন কেমনে করিছে জয়।।
সাগরের বুকে চলিছে জাহাজ দিকের হিসাবে তার।
নিরুদ্দেশের মঞ্জিলে সব এমনি দিয়েছে পার।।


রজনীর পর রজনী জাগিয়া মানুষে তাহার খোজ।
জ্ঞান বিজ্ঞানে অংকরাজির হিসাব মিলেছে রোজ।।
কোন বা তারার কি গতি কাল কত দিনে হয় শেষ।
গগন ধারার আদি অতি কাল খুজিয়া নিয়েছে বেশ।।


কেহ না জানে এমন করে যে কতটা বছর দুর।
হারিয়ে গেছে স্মৃতির অতলে লোকে নাই সুরাসুর।।
কাটিবে এমন কেহ না জানে কোথা অন্তিম তার।
যুগের পরে কত শত যুগ এমনি করিবে পার।।