সত্যি তুমি দেখতে এমন ছবির যেমন রুপ।
শ্বেত পাথরের মুর্তি গড়া জনম জনম চুপ।।
নেয়না যুগল কাজল রেখা দুগ্ধ ধোয়া গাল।
ঠোঁট দুটিতে রক্ত গোলাপ পাপড়ি যেমন লাল।।
কিংবা এমন যেমন শুনি পরী রানীর বেশ।।
রুপ কুমারী নিরুপমা কৃষ্ণ দীঘল কেশ।।
মন না জানে মনের কথা হৃদয় ছোঁয়া বেশ।
কয় হরফে কেমনে লিখি তুমিই তোমার শেষ।।