আমি একা
                        --- আর. কে.


আষাঢ়ের কোন এক বৃষ্টিস্নাত রাতে,
খোলা জানালা, ঘুটঘুটে অন্ধকারে,
আমি একা !!


বাইরে শুধু আকাশের কান্না,
অজোর ধারায় ঝরছে ঝর্ণা,
তার কান্না শুনছি, আমি একা !!


দূর আকাশে মেঘের গর্জন,
কালো মেঘে ছেয়েছে গগন,
দু চোখ মেলে দেখছি, আমি একা !!


যখন ছিলাম মাতৃগর্ভে,
রক্ত-মাংস চারিধারে,
তবুও সেদিন ছিলাম শুধুই আমি একা !!


আবার যখন যাব কবরেতে,
ভিজব বরষায়, থাকব মাটিতে,
আঁধার ঘরে রইব, আমি একা !!


হয়ত জীবন পরিপূর্ণ,
তবুও কিছু ফাঁকা,
নীরব হয়ে ঘরের কোণে রয়েছি, আমি একা !!


রচনাকাল: 29/06/15
রাত একটা দশ মিনিটে ।