জন্মের সময় দ্বরাজ কণ্ঠ যে আযান দে'য়া হয়-
তারও সালাত আদায় হয় জানাযায়...
নদী যতই দীর্ঘ হউক না কেন-
মারমুখী ঢেউ একদিন না একদিন-
আছড়ে  পরে কিণারায়...।

বেশ্যার শয্যা পাশে ইশ্বর থাকে মুখ লুকিয়ে-
নোংরা বস্তির ঝোপ কুটিরে...।

দাঁড় বেয়ে উড়ে যাওয়া ধবল বক
কুমারী বিল খোঁজে চিলের শিয়রে...

স্বচ্ছ চোখে চশমার ব্যারিকেট দিয়ে-
পাড় পেয়ে যায় মূল্যবোধের সাতকাহন,
কালো-চোখ-চশমা ফ্রেমের আড়ালে.....
লুক্কায়িত হিরোশিমা-নাগাসাকি বিস্ফোরণ!

সে ধ্বংস রচনা করে চলে গেছে অবলীলায়...
নিভৃতে গোধুলী বেলায়-
স্বপ্ন ভাঙ্গার অনুরণে....
তারপরও;
তার চলে যাওয়া প্রতিবেশী পথের দিকে-
চোখ ফেরানো দায়...

খেয়ালের পানসি চেপে দক্ষ নাবিক,
যখন;
ছেড়ে দেয় হাল-
বেখেয়ালী সময় স্রোতে...
তরী কেঁপে কেঁপে ওঠে মাতাল অনুরণে-
দোদুল্যমান শিহরণে...!

ঠিক তখনও-
ঠিক তখনও...
কি ভেবে চুপ থাকেন?
আপনি ভগবান কিংবা ইশ্বর কিছুই কি ন'ন!?
অবিনশ্বর বৈকি, কিছু তো হ'ন!।

রচয়ীতা : রেজাউল করিম, মোবাইল নং-০১৭৪০২৯....