মানুষের কাজই হল বলা,
তাই বলে আমি কেন নিজেকে করিব হেলা।
এগিয়ে যাব বীর রুস্তম এর মতো,
লাগাব মানুষের মুখের তালা।


চাবি যদি নাও রাখতে পারি,
করিব না নিজেকে হেলা,
গড়বো নতুন চাবি লাগাবো আবার তালা,
দেখিব কে ভাঙ্গিতে পারে সেই মুখের তালা।


মশাল জ্বালিয়ে পথ চলবো,
অন্ধকারে নয়।


দিন হলেও মশাল জ্বালাব,
কারণ দিন শেষে তো রাত হয়।
মানুষ জন্মে দিনের খুঁজে,
পথ থাকে অন্ধকার।


সেই পথে হিংস্র পশুপাখি ডাকে বার বার।
তাই বলে কি ভয় পাব? এগবো সাহস রেখে,
একদিন না একদিন সেই দিন ধরা দেবে ই শেষে।