তুমি তো দেখেছো আকাশে সাদা সাদা সেই তুলা,
মিলেমিশে সব হয়ে যায় আবার কালো মেঘের গোলা।


আমার হৃদয়ে সেই মেঘের বইছে অনেক ঝড়,
মানিয়ে নিতে জায়নামাজে, কাঁদিতে হয় রাতভর।


রাতের আধারে অশ্রু ফেলিতে নাহ করিও লাজ,
ভালো হতে হলে মূল্য তোমায় পরিশোধ করিতেই হবে আজ।


লোকে তোমায় দিবে কষ্ট, শুনাবে নানান কথা,
বাসবে ভালো তুমি শুধুই নিরবতা।


সাহস দেখিয়ে সকল কথার জবাব নাহি দিও,
মনের দরজায় অভিমানকে তালা মেরে রেখে দিও।


নিরবতাই সুখ, নিরবতাই মুক্তি, নিরবতা তোমাকে সালাম।