জাতীয়তাবোধে বদ্ধ মুস্টি, সর্বত্র শিক্ষার মারাকাটি
তিল পরিমান জমি নেই চাষ, গ্র্যাজুয়েট একখান ফাটাফাটি।
রহস্যে ঘেরা এই শিক্ষা ব্যবস্থা, মননশীলতার নেই বালাই
হয় যদি একটি চাকুরি, সার্টিফিকেটকে করে সাত ঝালাই।


বেশ বেশ পাশের হার, আকাশছোঁয়া 'এ প্লাসের' তরী
কিভাবে নদী হইব পার, নিরুপায় কুলেই গড়াগড়ি।
গন্তব্য বিশ্ববিদ্যালয়, নিতে হবে উচ্চ শিক্ষা
তিনবারে করাও ভর্তি, দাও মোরে জীবন ভীক্ষা।


সুশিক্ষা আজ মরীচীকা, কোথা পাই এই সোনার হরিণ
খেয়ালী চলছে সবাই, কে সুধাবে জাতির এই ঋণ।
ইঁদুরের মতন গোলা ফুটো করে, পরমানন্দে বসবাস
তোতা পাখির ন্যায় বাক্য আউরিয়ে, করেছ জাতির সর্বনাশ।


আছে তোমার সৃষ্টিশীলতা, সম্ভাবনা আর আছে বিশ্বাস
ছেড়ে দে সব কুপমন্ডুকতা, নে অসীম সুখের নিশ্বাস।
দেশকে দিতে মুক্তি, করো সকল পেশায় শ্রদ্ধা
শত কোটি গ্র্যাজুয়েট হবে না কিছু, চাই অহমহীন বোদ্ধা।


পরিবেশ চাই বিশ্ববিদ্যালয়ে, হয় না যেন গ্র্যাজুয়েট তৈরীর কারখানা
তিলে তিলে নিঃশেষ নয়, উন্নয়ন হবে ষোল আনা।


(রচনাকালঃ ২৮-০৫-১৩
প্রকাশকাল: ১৪ জ্যৈষ্ঠ ১৪২০ (২৮-০৫-২০১৩) মঙ্গলবার
সময়: বিকাল ০৩:২৮ মিনিট)