এমন অঝর ঝড়, ঝড়ো বরষায়
সে এক বিশেষ ময়ূর কণ্ঠি কহেছিল
তোমার তো মন নেই মেঘ
এই আমার জন্য খুবই অপমানের ছিলবৈকি
আমি নিজেই এই নিয়ে সন্ধিহান!!


অামি তো পাকা জহরতি নয়
তার পোড়া চোখের শ্রাবণ জল
আমায় তেমনও আঁচড় কাটে নি
তবে মনের ভেতরে উত্তালতা ছিল
যা হচ্ছে, এই বড্ড অধর্ম হচ্ছে।


অভিশপ্ত করে দেয়নি সে অাগত দিন
অারশে ও তার দীর্ঘ নিশ্বাস জমেনি
তারপরও টিনের চালে বৃষ্টির মৃদু নিত্তে
মনে পড়ে এই জল, সে জল,বড় করুণ জল।


মেঘ বুঝক তার মন আছে
   এই ঘন বরষার নিত্তে,,, শুখনো চৌচির বুক
এত জল,জল কয়,,,এসব অশ্রু, সব অশ্রু কণা
ভেসে যাওয়া যায়,,,ভাঙ্গা যায়,গড়া যায়না।
তৃষ্ণা নিবারণ করার সাধ্য নেয় জলের।


*****বরষার অায়োজনে *****