এক টুকরা কাগজ
অাজ সারাদিন খুঁজলাম
কোথাও পেলাম না
একটা কবিতা লিখব


মাথার  উপরে অাকাশের দিকে তাকালাম
তা ও সাদা  কই? গাঢ় কালো
কোথায় লিখি, কিভাবে লিখব
সব কালি গুলো মাটিতে লুটিয়া পড়ছে।


পহাড়ের সবুজে লিখতে চেয়ে ছিলাম
পারলাম কয়,পাহাড় অার তার রূপে নেয়
পাংশুল মৃত্তিকার ক্ষণে ক্ষণে ধসে পরার ভয়
খুব চিন্তিত, কিভাবে যে কবিতা লিখা হবে।


শুভ্র সাগর কে সব কষ্ট সুধালাম
সাগর হেসে কই,অামি অার যৌবনে নেয়
পৃথীবির সকল কলঙ্ক স্তুপ বয়ে বড্ড ক্লান্ত ক্ষীণ প্রাণ
ভারাক্রান্ত হৃদয়ে, অাজ অার কবিতা লিখা হলোনা
বিঃদ্রঃ পাঠক হৃদয়ে কবির মৃত্যু আজ অবধারিত।