রোজ কিছু কবিতা অনাদরে ঝরছে
কিছু  অাবার তারা হয়ে টাই পাই অাকাশে
মিঠি মিঠি জ্বলে তারা পাঠকের হৃদয়ে
পদদলিত হয় কিছু জীবন হারিয়ে।


যারা কিন্তু তারা হয়,তারা কাছে অাসেনা
পাশে বসে হাত ধরে কিছু কথা বলে না
ক্ষয়ে যাওয়া কবিতার তাড়া কিছু থাকেনা
পাশে বসা তবু কেউ দেখে অাবার দেখে না।


তারা হওয়ার তাড়া বেশ অাছে সবে চিরবধী
কষে যাওয়ার ভয় ক্লেশ মুছে যায় নিরবধি
সে তারা জ্বলছে অবিরাম জ্বলবে
যে তারা পাশে বসে কিছু কথা রাখবে।



কবিতা ==কর্ম জীবন।