তোমার তাপস্য প্রিয় মুহৃত গুলো শ্রাবণের ধারায় বহমান
অমসৃণ স্মৃতি স্রোত হরিণ খুরের মত অাচঁড় কাঁটে
দেবতার বাস গৃহ,রিক্ত তার করুণ বীণা ধ্বনি
কৃষ্ণ রঙের অপছায়া ঘিরেছে অাপন বসুমতী
অাপন হস্তে সমূলে ছিড়েছে সকল বন্ধনের গীত
অষ্টপ্রহর যে সারগম প্রথর্নায়,সে প্রিয় অানন।।



মহীপাল,মহীপতি ছিল অাপন রাজ্যশাসন
ক্রমে ক্রমে কাছে, অস্থির তুরঙ্গ হৃদয় রশ্মি
নিপুণহাতের চারুকলা নষ্ট মস্ককে নিথর করেছে সু-গতি
জগৎপতি নির্বাক ঘুমিয়ে নয় অনিয়মের তিমিরে
ভাঙ্গা হৃদয়ের চৌচির ধ্বনি মন্দির গিয়ে ঠেকে
শশাঙ্ক যে অতি সুন্দর সে ও আপন আলোয় নাহি জ্বলে
ক্ষীণক্রমে নিসি পতনে তার ও পাছে ভয়,এই জগৎে
অাপন রূপে তৃষ্ণা নিবারণ কোন কুল নাহি পারে।।।


****বরষার অায়োজন****