যা রাঙিয়াছে, যা রাঙাবে
  তার কোনটা তোমার নয়
আপন করিতে জীবন বাজি
   মরিচার মত হইবে ক্ষয়।।


যার গর্ভ সময়,কাল করে
তুমি গর্বিত রং-এর আতশবাঝি
সে শুধুই চোখের ভ্রম
ক্ষীণ কালে তুলার মত হইবে পতঙ্গরাজি।


যা কিছু গলদ,তাহা গরল হইবে
অমনি তৃষ্ণা আরো লালসা পাইবে
চাকচিক্য সব নিথর হইয়া
     কৃষ্ঞ সময় করিবে গুঞ্জন।


আপন রঙে রাঙ তুমি
    কাল হওয়ার পূর্বে সময়
সবি জনার হও আপন ঢাল
পূণ্যে ভরো হৃদয়ের মণিকাঞ্চন।।