দ্বিবা কিছু স্বপ্ন ছুটছে
জীবনের পিছু পিছু
স্বপ্ন সাগরে ডুবে অাছি
থাকব যেন অামৃত্যু।।


বেশ তো ছিলাম ঘুমের মাঝে
স্বপ্ন খিদে শুধু বাড়ে
অহেতুক এই ক্ষীণ জীবনে
স্বপ্ন তাড়া, করে ফিরে।


এমনে যা অমনে তা
স্বপ্ন বাঁচার দায় কিসের
এক দামের এই  স্বপ্ন বাজারে
জুয়াড়ি বেশ, আছে তবে।।


স্বপ্ন দেখার মিছে মানা
মানবে কে, সাদ্য কিবা
পা চালাতে যে শিখেছে
তার কাছে স্বপ্নই দ্বিবা।