অামি কালো ভুত হবো
তুই যদি হস পেত্নী
ডুমুর ফুলে শিশির হব
তুই যদি হস জ্যোতি।


তোর জন্য হতে রাজি
দুধের সরে মিষ্টি মাছি
ইচ্ছে হলে তাড়িয়ে দিবি
ফের ছুটে অাসব অামি।।


রোজ সকালে বেগুন বাগিচায়
দাড়িয়ে থাকবে কাকতাড়ুয়া
অাসলে কাছে দেখতে পাবি
অামি ছাড়া সবি দোয়া।।


তুই যদি চাস পানের কিলি
লঙ্কা মিশে চাপাতে পারি
কাটের চুলায় দোয়ার পাহাড়
অনায়াসে গিলতে পারি।।


মান করলে ভাঙাতে রাজি
অভিমানে কাঁদতে জানি
কুনসুটি আর অনুরাগে
কাব্য নিলয় গড়তে পারি।


ফের যদি তুই আসিস কাছে
কাটাল অাটা ছড়িয়ে দিয়ে
রাকবো বেধে বুকের সাথে
চিরতরের অালিঙ্গনে।।


তুই বললে পারব হতে
তোর দুষ্ট খুকির মিষ্টি বাবা
চুপটি করে পাশেয় রব
অমনি চেপে ধরবি গলা।।।


তুই যে অামার কাব্য ছড়া
তোর মাঝেতে জীবন শ্বাস
চোখের তারায় মরন খুজি
ওষ্ট ছোয়ায় সর্বনাশ।।