বৃষ্টির কান্নায় অাজ বাতাশ ভারি
চারদিকে অাজ কান পাতা দায়
এমন করে কিভাবে ভাঙে চোখের নিমিষে
তিলে তিলে গড়া জীবন ভিত।
কার অভিশাপে মুছে যায় সব
চোখের তারার স্বপ্ন দ্বিপ।
কার হেলায় অাজ হেরেছে জীবন
ঘুমন্ত কেন বিবেক প্রদীপ।।
কিসের লুভে মৃত্যু মিছিল
ছোটছে অাজ দূরান্ত  দুর্বার
পথ হারানোর পথিকের থালিকা
বাড়ছে কেন নিয়ম মাফিক।।      
অাজ কেন তব নয়
সেই শিখরের সন্ধানে ছোটা
যেখান গেলে পাওয়া যাবে
মনুষ্য জাতির সঠিক ঠিকানা।