তুমি ছোটছো সেই সকাল থেকে
ছোটছো তুমি অাপন পথে
তুমি ছোটছ সে লক্ষ্য সন্ধানে
ছোটছ মুঠো পুরে সকল বাধাঁ রুখে
যথ জীর্ণতা  অাছে সব উষ্টে পিষ্টে।


তোমার অবিরাম ছোটা অবিরত করবে কে
আপন পথের স্রষ্টা তুমি গড়েছ পথ
নিজেই লিখেছ ঐ পথের সকল বিধিলিপি
অনাদি কালের সাক্ষী হয়ে কাক জোড়া
প্রখর জ্যোতি তোমার পথে সন্ধি করে ফিরে
হিমালয় থেকে সুন্দরবন  তোমার পথের পূজারি
তুমি ছোটছ তুমি ছোটবে তোমায় রুখবে কে?