ভাগ্যবানের বৌ মরে
   অভাগার গরু
অামার তো দুই মরলো
    কি করব গুরু।।।


যাঁতা কলে ফেঁসে গেছে
   জীবন এখন হায়
যে চালায় যাঁতা বল
    তাহার দেখা কোথায় পায়।


এমনি যা অমনি ও তা
     উভয় পিঠে শূন্য
কোন দিকে গেলে পাব কূল
   পথহারা অামি যে বন্য।।


যারা ছিল, যারা দিল
     তারাই আজ তারা
দূর থেকে দেখি শুধুই
     সারা দেওয়ার মানা


কপালের চুল ক্ষয়ে
      হলো কপাল বড়।
আসলে  কপাল পোড়ার
        সবি যে শূন্য।


অপন হস্ত অপন নয়
    দিন কেমনে হবে আপন
কর্ম দোষে জীবন আজি
     তুলিল  পটল তুলিল পটল।