কত দিন তোমায় নিয়ে
যত্ন করে কোন কবিতা লেখা হয়নি
মানুষের ইন্দ্রীয়  অনূভুতি  গুলো
বড্ড বেশি বেহায়া
আপনজন দূরে সরে যাওয়ার সাথে সাথে
তার প্রিয় সময়,প্রিয় কথা
সব হারানোর পথে তাড়া দেয়।


এমন অনেক ক্ষ্ণণ ছিল
তোমায় ছাড়া কোন ভাবে কাটতো না
মানুষ অভ্যাসের দাস বৈকি
এই তো বেশ কাটছে সময়।।


কিছু অনূভুতি কলমের ডগাই ভিড় করে
কিছু অনূভুতি সন্ধ্যায় চারাগাছ গুলো নেয়
রাত্রির হাট যখন ভিড় যমায়
কিছু অনূভুতি গিঠারের তারে বাঝে
এই তো সময় কাটছে  বেশ।।


কোন কিছুই থেমে থাকেনা
থামার ও সুযোগ নেই
আমৃত্যু ছুটছে সময়,ছুটছে জীবন
ছুটবে চিরন্তন দূর্বার
আমি ও চলছি............