আর কত ছোটব কেহ কি বলতে পার
সে জন্ম থেকে ছুটছি
শৈশব  কৈশোর  যৌবন সব বাজী রেখে ছোটেছি
আর কত ছোটব, এই চিরন্তন ছোট চলা
কোথায় গিয়ে থামবে
এক জীবনে কি আদৌ এত ছোটার অর্থ হয়।
খুব থেমে যেথে ইচ্ছে করে
কিন্তু থেমে গেলে নাকি
তা আর জীবন হয় না
তাই থামা আর হয় না
জীবন ভালবাসি
তাই ছোটে চলাকে ভালবাসতে হয়
জীবনের প্রয়োজনে।।।