অামার মুগদ্ধতা যদি তাকে ছুয়ে যেথো
সেকি আমায় ভাল না বেসে পারত?
অামার রং যদি তাকে রাঙাতে পারত
সে কি না রংঙিন হয়ে পারত।
সে তো সুখের পায়রা
তার শুধু বিলাসিতা চায়
সে শুধুই সুখের পূজারি
সে আমার সুখ অসুখের জীবনে
কান্না হাসির গৃহে কিভাবে থাকবে।
সে গেছে অামায় সুখি করে
তার সুখের স্মৃতির মিনারে বেঁধে
আমি সেথায় কূল খুজে ফিরি
বাস্তব  জীবনের পথের সন্ধানে।