অামি নষ্ট বুক নিয়ে কষ্ট ফেরি করি
তোরা তা গৃণ্না চোখে দেখিস
অামায় নষ্টা করেছিস তোরা
তা ভুলে গিয়ে কিভাবে হাসিস।।।


তোদের পাপ রাখি অামি জমা
তোরায় করিস তিরষ্কার
করুণাহীন কষ্টের ভাগীদার অামি
তোরা সুখের পুজিবাদি ব্যবসাদার।


রক্তের দাগ শুধুই কি অামার বস্ত্রাবাসে
ঐ খানে কি তোদের হস্ত ছাপ নেই
হাসালি বটে তোরা বহুরূপী বর্ণচোরা
নিতর প্রাণভয়ে ইতর চরিত্রবাস।।।


আমি নষ্টা সবার অলক্ষ্যে অাসিস
রাঙিয়ে দিব তোর সুপ্ত লোভাতুর কামনা
দিন শেষে অাবার না হয় করবি বাজীমাত
এই নষ্টার পরাজয় নিয়ে করিস জয়ধ্বনি।।