কাঠ-ফাটা রোদে বসা
একটু হাসি ফোঁটার চেষ্টায়
তুমি হাসলে হাসবে ওগো
রাশেদ-খুর্শেদ প্রিয়জন।


ঘরের মাঝে নাহি চাল
নিত্য পণ্যে অনেক ঝাল
আয়-রোজগারের দেখা নাই
সবাই ব্যস্ত আধুনিকতায়!


রাশেদ-খুর্শেদ অপেক্ষায়
কখন হাড়ি যাবে চুলায়
রাশেদের মা অপেক্ষায়
কখন আমি যাব বাসায়


আমি রোদে অপেক্ষয়
আসবে কখন বড় বেটায়
তবে যাব আমি বাসায়
হাড়ি যাবে রাশেদের চুলায়