টুঙ্গীপাড়ার দামাল ছেলে
মুজিবুর তার নাম,
স্বাধীনতা আনতে গিয়ে
করেছে সংগ্রাম।


রাজনীতিতে সারা জীবন
করতে মাটি মুক্ত,
জনগণের দাবীর সাথে
হলেন তিনি যুক্ত।


ছাত্র জীবন থেকেই তিনি
যুক্ত ছিলেন দেশব্রতে,
মৃত্যুর পূর্ব মূহুতেও
ছাড়লেন না তিনি রাজনীতি কে।


৭ই মার্চের ভাষণে
বলেছিলেন মুজিবে,
বীর বাঙ্গালী অস্ত্র ধর
বাংলাদেশ স্বাধীন কর।


মুজিবের ভাষণ শুনে
কৃষক-শ্রমিক এক হয়ে,
মুক্তিসেনা দল সাজিয়ে
যুদ্ধ তারা শুরু করে।


মুক্তিসেনা যুদ্ধে গেল
আধার ঘেরা রাতে,
যুদ্ধ শেষে বিজয় এল
বীর বাঙ্গালীর হাতে।।


............. সমাপ্ত..............