আমি সবার কাছে আশ্রয় নামক একটা বস্তু খুঁজি,
যখন পাইনা তখনও খুঁজি -
মহাকালের কাছে, সর্বশ্রেষ্ঠের কাছে
তার চেয়েও বড় আশ্রয়দাতা, আমার নিজেরই কাছে।


চিৎকার করতে পারিনা,
কান্না বা হাহাকার তো নয়ই -
শুনবার মতো কেউ নেই
সবাই ব্যস্ত তার নিজের বলা নিয়ে।


আমাকে বুঝবার মতো শুধু একজনই ছিল -
জীবনের উষ্ণতা শেখাতে শেখাতে সে মিলিয়ে গেল।
তার কাছে আমি আমার আশ্রয় পেয়েছিলাম
সেটাই ছিল শেষ এবং শেষের শুরু।