রোদের তেজ কমে আসে,
বেলা গড়িয়ে পতনের দিকে চলে যায়,
মহাজগতের আলোকে গ্রাস করে নেমে আসে অন্ধকার,
এক একটা কষ্টের রাত।


নগরীর কোলাহল থেমে যায় ধীরে,
রাস্তার ওপাশে সারি সারি বৃক্ষ নীরবে ঘুমিয়ে পড়ে -
নৈ:শব্দের জালে জড়িয়ে যায় পৃথিবী,
নিদ্রা কেবল ধরা দেয় না আমায়।
জানালায় চেয়ার পেতে বসে থাকি -  
শত জনমের কি এক অজানা প্রতীক্ষায় !