ওই তো বেজেছ তব প্রভাতের বাঁশী –
আনন্দ উৎসবে ভরা! সূর্যকর রাশি
তোমার সর্বাঙ্গে আজ আনন্দে লুটায়,
উজল উছল জলে কুসুম ফুটায়!
গীতভরা স্বর্ণালোকে ফুটে পুষ্পদল,
তোমার চরণ বেড়ি করে টলমল!
তোমার সঙ্গীত আজি বিহঙ্গের প্রায়,
মাখি সে সোনার স্বপ্ন তার সর্ব গায়,
উড়িয়া বেড়ায় মোর হৃদয় আকাশে,
প্রেমের তরঙ্গে আর বসন্ত বাতাসে!
শিশিরসিক্ত সবুজ ঘাসের পরে থাকা
সোনালী সূর্য ।
তার পাশে মেঠোপথ চলেগেছে
অজানার সন্দানে ।
প্রভাতের স্নিগ্ধ পরিবেশ ,
মৃদুমন্দু বাতাস শীতকাটা বিধে দিয়ে
জায় ।
পূর্বাকাশ সোনালী সূর্য হাতছানী
তার পাশ দিয়ে উরে চলা
শংক্ষচীলের দল।
প্রভাতের মিস্টি হাওয়া সীস দিয়ে
কানের পাশে।
পাখির কলকাকলিতে ছেয়েগেছে
আকাশ নদি বায়ুসহ চারিপাশ ।
নীস্তব্দতা চারিদিকে জনশুন্য
মেঠোপথ।
পূবালি আকাশের সোনালী সূর্য নদীর
জলে দোল খাওয়া ।।
প্রভাতের শিশির শীক্ত পরে থাকা
শিউলির পরে থাকা ।
তারি মাজে পথিকের এলোমেলো
পথে হেটে চলা ।
জীবিকার তাগিদে নিরন্তন পথে
এগিয়ে চলা।
প্রকৃতীর মাজে নিজেকেই হারিয়ে
ফেলি , মূগ্ধ চলে জাই অনেক দূর
অচেনার পথে।
একাকি হেটে চলা সঙ্গীহিন
নিরন্তরভাবে চলে জাওয়া।