আকাশ জুড়ে জোছনা ঝরিছে, চাঁদ উঠেছে
হেসে,
কোটি তারকা জ্বালায় বাতি একসাথে মিলেমিশে।
জোছনা ঝরে নদীর জলে, নদীজল
ঝিকিমিকি করে,
আকাশ জুড়ে আলোর খেলা জোনাকিরা
কেঁদে মরে।
নিশুতি রাতে ঘুমোয় সারা গাঁ, তারারা শুধু জাগে,
চাঁদ হাসে আকাশের গায়ে, দেখতে ভালো
লাগে।
পথের বাঁকে শেয়াল ডাকে, ঘুম ভাঙে
মাঝরাতে,
মাধবী আর মালতী লতা, শুয়ে আছে এক
সাথে।
চাঁদের আলো দেখতে ভালো মুক্তো
ঝরে রাশি রাশি,
পাতায় পাতায় নিশির শিশির কথা বলে হাসি হাসি।
মনের গহনে প্রাণের স্পন্দন , বাঁধে
প্রীতির বাসা,
রাত কেটে শেষে ভোর হয়, মনে জাগে
নব আশা।
মায়াবী রাতে ঘুম নেই চোখে,আমি শুধু
জেগে রই,
জীবনের খাতায় রচিয়া কবিতা,মনে হয় কবি হই