চাঁদের বুকে কত আলো
বৃক্ষরাজি ছুয়ে দিলো
একটু খানি আলোর হাসি
ভূবন রাজা আনেক খুশি
আমায় জুড়ে অর্ধেক করে
পাতার ফাকে উকি মেরে
বাদা পেল তন্দ্রা ডাকা
নয়তো আমি পেতাম একা
দুরে কেন আকাশ জুরে
নেমে এসো স্মৃতি ক্ষুরে
জলের ঢেউয়ে প্রতিচ্ছবি
তোমায় পেল আপন কবি
দুচোখ ভরে তোমায় দেখি
আহা...মেঘের দুটি দুষ্ট আখিঁ
গোলাপ রাঙা ঠোট পিপাসি
দুলছো তুমি চাঁদের হাসি
এবার বুঝি লজ্জা পেলে
চাঁদ মুখটা একলা করে
গোলাপি নয়,হরিনি নয়
তুমি আমার প্রিয় প্রনয়