মানুষ নামের ফানুস
গুলো,, নীলাকাশে উড়ছে ডানা মেলে । ,
লাল ,নীল ,বেগুনি , খয়েরি নানান রকম,, চেতনায় দীপ্তীমান ।
উজ্জল প্রখর আবার ম্লান,, ক্ষীণ
,
উড়ছে শুধু উড়ছে,, ঘুরছে ঘূর্ণিপাকে ।
উঠছে ,নামছে মেঘের কোলে ,, আলোর ঝিলিক পড়ছে ঢলে ,, পড়ছে ঢলে
তোমার আমার বিশ্বাসে ।
বিশ্বাস হলো,, আপন জগত যেখানে , আপন মনের অবাধ স্বাধীনতা ।
স্বাধীনতার রকম ভেদে ফানুস গুলো রংবেরং ।
আপন গতি ,, আপন মতি, তুমি আমি ভিন্ন ।
তবুও ফানুস আঘাত করে,
অপর রংঙের স্বপ্নে জাগা বিশ্বাসে।।
এমন করেই বেশির মাঝে
কিছু ফানুস নীল বেদনায় ,, ক্রমশ হয় অন্তলী