অঝোড় বৃষ্টি ঝড়িয়ে তুমি এলে
শত সাধনা,কত বেদনার জলে,
থেমেছে জীবন ত্বরী কোলাহলে
কোনো এক অবেলায় বিমূর্ত লগনে।
ফুটেছে কদম শিউলী কেয়া শাখে
সেজেছে পলাশ কৃষ্ণচূড়া ঝাঁকে,
গেথেঁছি অভিযোগের মালা
পড়েছি নিজেই নিজের গলে।
ওই বিষন্ন মেঘের ভেলায় ভেসে
তুমি এসেছিলে হেসে হেসে,
হৃদয়ে জেগেছিল বেদনার শিহরন
ঝড়েছিল সুখেরই বষর্ন।
সেদিন বাতায়নে নেমে এসেছিল
দুঃখ বিলাষের মেলা,
ওগো বৃষ্টি তুমি ঝড়েছিলে
আমার দুচোখে সারাবেলা