অনেক ভালোবাসি তোমায়"
বলার বাকি থাকে কোথায়
কিসের টানে চলে এসেছি
এটা কি বলেছিলে আমায়?
কোন মায়ায় ঝরালে আমায়
না চাওয়াতে ও ফিরে আসি
তোমার ছোঁয়া পাব আশায়
বৃক্ষমূল তুমি কেন ডাক।
এযে আমারই ছোট্ট গ্রাম
এখানে হেটেছি আমি দুলা জরানো
পথের ছোঁয়ায়
এখানে বসে রচনা করেছি অনেক
কষ্টের বর্তমান।
নদীর পানি শুনাল আমায়
তাহার কলকল গান।
দুহাত মেলে আঁখি বুঝে দাড়িয়ে
থাকা পথের মাঝে
সবুজ ঘাসের মাঠ পেরিয়ে পুবের
বাতাস কানে বলে...
ছেড়ে যাবে নাকো আমায়