দিনের সূচনার সূর্য তুমি মিষ্টি
আলোতে প্রিয় মুখ
অমন ঠোটের তিলক ছবি
হৃদয় কুলে পরম সুখ।
ভর দুপুরের তীব্র রোদে
ছায়া ঘেরা চোখের কোণ
শূন্য হাতের উষ্ণ আদর
আমায় ডাকে সারা ক্ষন
শেষ বিকেলে দক্ষিন হাওয়া
কানে কানে বলে কথা।
গল্প জুড়ে শূন্য স্মৃতি
দুচোখ যাবে যেথাসেথা।
মাথায় বাধা টানটানা চুলে
ডোরাকাটা বাধন খুলে
মুচকি হাসবে গোলাপ ফুল।
মেঘ কালো চোখের কোনে
ভেজা চুলে গোলাপি ঠোটে
সাড়া দিবে কানের দুল।
সন্ধ্যা বাতি নিবে যাবে
হাজির হলে চন্দ্রমুখ।
লজ্জা পাবে আকাশের মেঘ
কালো চুলের ঢেউয়ের তালে।
ঐ রুপে আমি মরতে রাজি
মাথা রেখে তোমার কোলে।