ফিরে আসবে সেই মেঘ
সূর্যহীন সকাল বেলা।
মেঘের রুপে সাজবে তুমি শীতের
কুয়াশায় আদ্র মেলা।
হাটবো আমি সেই সকালে দুরে
নাদেখা চোখের কোনে
সবুজ ঘাসে মুক্তর ঝিলিক শীত
জাগাবে অনুভূতি মনে।
আঙ্গুল ফাকে চায়ের কাপে ঠোট
ছুয়ে যাবে ক্ষনমতে।
চা থেতে উদিত দোয়া মিলে যাবে
কুয়াশার বুকে।
হালকা শীতল হাওয়ার তালে কেপে
ওঠা ঠোটের ফাকে।
অপেক্ষা জুড়ে শীতের সকাল বরন করব
দুহাতে।
যেখানে আমি হাটবো একা কুয়াশা
ঘেরা সেই প্রভাতে।