অন্ধকারের অপেক্ষায় আছি বহুদিন;
এই দু'চোখ একদম আলো সইতে পারেনা।
আজও কিছু জবাব হীন প্রশ্ন
আমার বালিশের পাশে গুটিসুটি মেরে বসে থাকে।
চাঁদের গায়ে আজও চাঁদ লাগেনি-
আমার আকাশে আজও একটাই চাঁদ।
সেই চাঁদের আবার কলঙ্কের 'সুখ্যাতি'!


রোদেলা দুপুরে রোদ চশমা ঢাকা
চোখের কোণেও বাষ্প জমে।
আমার আড়মোড়া-ভাঙা সকালে
চায়ের সাথে আসে তীব্র মনখারাপ।
আজও আমি ইট-পাটকেল সবের বিনিময়ে
হাসির বেসাতি করি।


রাত তিনটে'য় কিছু ভাঙাচোরা শব্দের সাথে লড়াইয়ে
আমি পরাজিত।
সেলোফেনে মুড়ে রাখা আমার প্রথম প্রেম,
আর কিছু না লেখা কবিতা.....
অনেক দাবি তাদের।
রাতের কালো ক্যানভাসে আটকানো
আলোকবিন্দু জানে-
আমি রিক্ত।