তুমি খুব সুন্দর কইরা হাসো
রং তুলিতে আঁকা ঐ মোনালিসার হাসির মতো
সবাই কয়, ঐ হাসিতে নাকি সব আছে!
কান্না চাপা হাসি,কিন্তু এক কোণে ঠিকই আনন্দ।
আবার নাকি রহস্যও আছে ঐ হাসিতে,
একটা হাসিরে কতভাবে ভাঙা যায় দেখলা!


তোমার হাসি কিন্তু এতোটা জটিল না, সরল হাসি
তোমার হাসিতে রহস্য নাই, চাপা কান্না নাই,
তাও তোমার চোখজোড়া ছলছল করে।
কী অদ্ভুত ব্যাপার, তাই না?


তার চেয়েও অদ্ভুত ব্যাপার কি জানো?
তোমার হাসিতে আমি নিজেরে দেখতে পাই।
একবার, দুইবার না, বারবার!
কিন্তু আমি জানি এই হাসি আমার জন্য না!
তোমার হাসিতে আমি নিজের ছায়া দেখি
আবার তোমার হাসি-ই আমারে কষ্ট দেয়!
ভয়ানক সুন্দর না বিষয়টা?


তাও তুমি সবসময় হাইসো
সেই সহজ-সরল হাসিতে
নিজেরে না দেখলেই বা-কী?
এই হাসিটাই যে আমার কাছে সব থেকা দামী!