নিরবতা ভাইঙ্গা পরী জিগাইলো
আমার কাছে কি চাও?  
তিনটার বেশি কিন্তু পারবনা।
আমি হাইসা কইলাম
তিনটা তো ঢের বেশি
ব্যাস একটা হইলেই আমি খুশি।


সে মুচকি হাইসা কইল
:প্রিয় মানুষের মন নাকি?
:নাহ,তার জীবন পুরাটাই বাকি
আমার জন্য নষ্ট কইরা লাভ কী?
:তাইলে এমন অমূল্য জিনিস কী চাও?
:❝ইচ্ছেমৃত্যু!❞
পরী কাঁদো গলায় কইলো,


মানুষ ক্ষমতা চায়, ভালোবাসা চায়
তুমি মৃত্যু ক্যান চাও ভাই?
: আমি মানুষটা দুর্বল তাই।
পরী আবার জিগাইলো
তোমার এতো দুঃখ কেনো?
আমি আবার হাইসা কইলাম
দুঃখ বেশি না রে, সহ্য ক্ষমতা কম
তাই তো মুক্তি চাই।


পরী কইলো, আমি তোমারে অর্থ দিতে পারি
ক্ষমতা দিতে পারি, ভালোবাসাও দিতে পারি
তাও মরতে চাইবা?
: তুমি এক দুনিয়া আইনা দিলেও আমি মৃত্যু চাই
কারণ আমি শান্তি চাই।


পরী রাইগা কইলো, এতো শান্তি চাইলে
আত্মহত্যা করলা না ক্যান?
এইবার গলা ছাইড়া হাসলাম, কইলাম,
এতো সাহস থাকলে কি ইচ্ছামৃত্যু চাইতাম?
ভীতু মানুষ, শাস্তি ডরাই।


পরী উদাস দৃষ্টি দিলো, অন্য সবার মতোই
কাকুতি কইরা কইলাম, আমার আশা রাখবা না?
সে এবার হাসলো,সুন্দর হাসি কইলো,
মানুষের ইচ্ছা অমান্য করার ক্ষমতা নাই
থাকলে তোমার কাকুতি গায়ে মাখতাম না
আমি পরীর মায়াকারা চোখের দিকে তাকাইলাম,
সে এক সাগর বিষাদ নিয়া কইলো
❝ইচ্ছেমৃত্যু মোবারক❞।