খবরদার!এই সময় সীমালঙ্ঘনের নয়
না প্রতিবাদের,না বলিষ্ঠ কন্ঠস্বরের
না ন্যায় কামনার আর না সৎ আশার।


এখন সময় হতাশার, একচেটিয়া অধিকারের
সময় এখন কালসাপের, সময় অভিশাপের
সময় এখন সবকিছু গ্রাস করা পাপাচারের!


কেননা রক্ত টগবগে তরুণেরা এখন ঘুমন্ত
কেবল প্রতিজ্ঞা করে খসড়া সাজিয়েই এরা ক্ষান্ত,
কার শাপে সোনালী অতীতের বীরেরা আজ ক্লান্ত!


এই অসময়ে প্রতিবাদ, এই দুঃসমেয় প্রতিঘাত,
এ তো সীমালঙ্ঘনেরই নামান্তর!
সংস্কার চাও? তবে জাগাও এই ঘুমন্ত অন্তর।


না, না সয়ে যাও,শেষ নিঃশ্বাস অবধি সয়ে যাও
পানি আজ মাথার উপরে ভীরু আত্মাসহ ডুবে যাও
আর কত!হয় আওয়াজ তলো,না হয় মরে যাও!


প্রতিবাদ প্রতিঘাতের তেঁতো রাস্তা দিয়ে যাবে,
শুধু ঘামে নয়, রক্তেও ভিজে একাকার হবে  
শিরশ্ছেদ হবে রাবণ, এজিদ তোমারই হাতে!


এখন না হয় তুমি একা, পাগলের প্রলাপ তুমি
যখন তুমি থেকে তোমরা অতঃপর সার্বজনীন হবে
নবজীবনের পথিকৃৎ,নতুন যুগের বীর তুমিই রবে!