আমি ক্লান্ত
জোর করা হাসিমুখে
প্রেমিকার অপেক্ষা করতে করতে।
আমি ক্লান্ত
তার বিরক্তিমাখা দৃষ্টি ঢাকার
মিথ্যে হাসি দেখতে দেখতে।


আমি ক্লান্ত
বন্ধুমহলের সূক্ষ্ম খোঁচাগুলো
রোজ উপেক্ষা করতে করতে।


আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত
বছর ধরে চলে আসা
বাবা-মায়ের আক্ষেপ দেখতে দেখতে।


শৈশবের সাফল্যের স্মৃতি হঠাৎই
তিক্ত হয়ে আসা দেখে আমি ক্লান্ত
সাফল্যের আশার বোঝায় আমি ক্লান্ত
সুখস্মৃতির কাতরতায় আমি ক্লান্ত
জীবনের আশার আলো খুঁজে খুঁজে
আজ আমি ক্লান্ত!


অশ্রু গোপনে আমি ক্লান্ত
মিথ্যে হাসিতে আমি ক্লান্ত
রাতজাগা দুঃস্বপ্নে আমি ক্লান্ত
শান্তি পাবার ব্যাকুলতায় আমি ক্লান্ত
জীবনের এই চক্রে আমি ক্লান্ত।


মায়ের অশ্রু টলটল চোখ দেখে ক্লান্ত
বাবার হতাশা ভরা কপালের ভাজ দেখে ক্লান্ত
কাঁটার মতো বিধে আসা
সমাজের সহানুভূতি দেখে ক্লান্ত
আমি মানুষটা আপাদমস্তক কেবল ক্লান্ত।


আমি ক্লান্ত
রোজ হাসিমাখা মুখের অভিনয় করতে করতে
আমি ক্লান্ত
নিজেকে মিথ্যে আশার বাণী শোনাতে শোনাতে
আমি ক্লান্ত
রোজ একই কবিতা লিখতে লিখতে
ক্লান্ত আমি
মিথ্যে গান গাইতে গাইতে।


শৈশব থেকে যৌবন পর্যন্ত আমি ক্লান্ত
ব্যর্থতা ঠেলে বেঁচে থাকার চেষ্টায় ক্লান্ত
জীবনের অর্থ খুঁজে আমি ক্লান্ত
নতুন সূর্যোদয়ের আাশায় এই মন ক্লান্ত।


এই ক্লান্তির অবসান হবে
শেষ হবে সকল অভিনয়
সেই কাঙ্ক্ষিত শান্তির কবিতা লিখতে যেয়েও
আজ আমি ক্লান্ত,
আমি সত্যিই ক্লান্ত!