ক্ষমা কর প্রভূ ক্ষমা কর মোদের,
মোদের পাপী তুমি রেগে গেছো জানি।
ক্ষমা কর প্রভূ ক্ষমা কর মোদের,
আজ এই পৃথিবীর ধরায় কাঁদছে গোটা মানব জাতি।
বয়ছে আকাশে বাতাসে এক অজানা ঝড়,
যে ঝড়ে কাঁদছে গোটা মানবজাতী তুলে দুই হাত।
ক্ষমা কর প্রভূ ক্ষমা কর মোদের,
রক্ষা কর তুমি এই অভিশাপ থেকে।
শিক্ষা হয়েছে গোটা মানব জাতীর,
চিনছে এবার তুমায়।
ডাকছে তুমায় কেঁদে কেঁদে মসজিদ,মন্দির,গির্জায়,
ক্ষমা কর প্রভূ ক্ষমা কর মোদের।