শান্ত সকালে ভোরে কলরব পাখির ডাকে,
সৌন্দর্যের লীলা ভূমি সৈকত কন্যা অপরুপ রুপে সাজে!
প্রেমি পর্যটকের আগমনে দেশ-বিদেশীরা আসে,
তাহাদিগকের দর্শনে সৈকত কন্যা হাসে।
কত অশান্ত মন শান্ত হয় সৈকত কন্যার শুয়াই,
যেন তাহা দেখে সৈকত কন্য সফলতার নিশ্বাস পাই।
চাকরী-বাকরী কর্ম ছুটিতে সৈকত কন্যার প্রেমের সুয়া পেতে আসে কতই পর্যটক?
সৈকত কন্যার ঢেউ প্রেমের ছুয়াই যেতে নাহি চাই যেন সৈকতের প্রেমে আটক!
সৈকত কন্যার মায়াবী ঢেউতে হাউ-মাউতে লাফাই কতই জন!
সৈকত কন্যার প্রেমে অন্ধ তাহারা ভূলে যায় ঢেউর অকৃপণ স্মরণ!
দিন শেষে তাহারা সৈকতের বালিতে লিখে যাই কতই না নাম!
সৈকতের বুকে শান্ত আছে সৈকতের ঢেউতে ভরে যায় প্রাণ!