সব কিছু থমকে গেছে কোন এক বিষাক্ত ছোবলে
বন্ধুত্বের বিচ্ছেদ প্রখর হয়েছে তার কবলে ৷
বহু বন্ধুত্ব ফিকে হয়েছে সময়ের চোরা স্রোতে
বহু আড্ডা জমা হয়েছে সময়ের ঘূর্ণিপাকে ৷
খুনসুটি গুলো মুখ লুকিয়েছে গভীর গর্তে
বন্ধুদের স্বপ্নগুলো পরেছে তীব্র বিপাকে ৷
অভিমানী বন্ধু আর মুখ ফিরিয়ে রাখে না
তার অভিমান ভাঙাতে আর কেউ যায়না ৷


কত বন্ধুত্ব আজ সমাধি সৌধের দ্বার প্রান্তে
কত স্বপ্নে আজ মরীচিকা ধরেছে অজান্তে ৷
হাহাকার করে অন্তর বন্ধুর তরে
এ দূরত্ব যেন শেষ হবার নয়
স্মৃতির চিহ্নগুলো চিত্তে আঘাত করে
বন্ধু তোদের সাথে যেন ফের দেখা হয় ৷
বন্ধুত্বের ছোঁয়া বদলে দেয় জীবন
সে ছোঁয়ার প্রতীক্ষায় থাকব,এ আমার পণ ৷