কি এক অদ্ভুত মায়া ঝরানো বৃষ্টি ভেজাচ্ছে ধরণীকে
ফোঁটা ফোঁটা মুক্তা প্রতিম মেঘ করছে স্মৃতি বিলাসী
পৃথিবীর সমস্ত রুক্ষতা মুছে গিয়ে হয়েছে পদ্মদিঘি
ভেজা ভেজা প্রকৃতির মায়াবিনী রুপ করছে সন্ন্যাসী
হৃদয়গ্রাহী বৃষ্টিস্নাত হাওয়ায় দুলছে পল্লব পুষ্প;
আজ বন্দি সভ্যতা এই ধ্রুপদী বর্ষণের হচ্ছে সাক্ষী৷
চলার পথে বৃষ্টি দিয়েছে ঝরনার সিক্ত অনুভূতিমালা
সভ্যতার ব্যস্ততায় জলপাত পেয়েছে শুধুই অবহেলা৷


প্রকৃতি কি পেয়েছে মানুষের শুশ্রূষা আর যত্ন মালা?
হয়ত বারংবার সবুজ বৃক্ষরাজি ডেকেছ আর্ত কণ্ঠে
কিন্তু সহস্রবার মানুষের ভিড়ে বিনোদনের উপলক্ষ
এবং প্রত্যাখ্যাত হয়ে নিরবে কেঁদেছে প্রকৃতি ৷
আধুনিক মানুষেরা বোঝেনি কখনো প্রকৃতির চাওয়া
তাই প্রতিনিয়ত সভ্যরা করছে ধরনীকে নোংরা ৷
সীমাহীন যন্ত্রণা আর অশ্রদ্ধায় সিক্ত হচ্ছে বৃক্ষাঙ্গন
যার মাশুল গুনছে পৃথিবীর সর্ব দিকের সর্বজন ৷


এই বসুন্ধরার সব বৃক্ষ,পুষ্প,তটিনী কিংবা বন্য প্রাণী
করছে মুক্ত বিলাস আর আনন্দ উৎসব মানুষ হীন৷
এই বর্ষায় ঝরছে মেঘ আগের মতই মুক্ত প্রাণে
কিন্তু পারছেনা মানবকুল বৃষ্টির সঙ্গী হতে মুক্ত মনে৷
খাঁচা থেকে আবার হয়ত প্রকৃতি ও বৃষ্টির কোলে
নামবে মানুষের ঢল স্বচ্ছ হাওয়া আর স্নান পেতে;
হে সভ্যতা,প্রকৃতি আর হবে না লুণ্ঠিত এবং অপদস্থ
এই নতুন পৃথিবীর শিক্ষা প্রাপ্ত মানুষের হাতে ৷