বৃষ্টির কোলাহলে,
সন্ধ্যায় নিরব পরিবেশ।
চন্দ্রমা আকাশে অন্ধকার নেমেছে,,
রাত্রীর মাঝে বিশাল এক আমাব্শ্যার ছায়া।
জীবনের এক পরন্ত মুখর ছন্দে,
প্রদ্বিপের আলো জ্বলছে মিটিমিটি


মনষ্কাম খুব একটা সুখের নয়,
দোয়াশা মরুভূমির মত।
বসুন্ধরা উদ্যানে কঠোর হও,
কম্পনের ন্যায় আঘাতে,
বিরহ এসে বাসা বাধে,
তোমারই বসুন্ধরায়।


''তুমি বসুন্ধরা সাজাতে প্রস্তুত
সুখের অবকাশ দিয়ে।''
তোমার সুখের অবকাশে
অন্ধকারের ছায়া নামতেই পারে।


ভূ্ল কিছু করোনা,
মাঝ্পথে সুখের পরশ খুজতে যেওনা
সময় আছে হও কর্মঠ।
এই ভূবণ মুখর পরিবেশে।
তোমারই বাগানে তুমি ফুল ফেলো,
চেষ্টা করো সফল হবে।
তোমারই বসুন্ধরায় তোমায় নিমন্ত্রণ জানিয়েছে,
বেলিফুলের মালার সরনাপন্নে।


ভেবোনা তুমি একা
তোমারই সঙ্গি তোমারই ছায়া।
"চলো না তাই পাল্টাই এখনই
চলো পাল্টাই নিজেকে।"