মাঝে মাঝে তোর কণ্ঠস্বর আমায়
দ্বিখণ্ডিত করে।
তোর হাসিতে যেন
এক বিন্দু পরশ লুকিয়ে থাকে।
তুই হাসলে
পৃথিবীর সমস্ত ফুল ফুটে।
জানিস তোর এক মাখা বাদ্যযন্ত্র বিহীন গান
আমায় এখনো ভাবায়।
কি সুন্দর ছিল তোর গান
যেন পৃথিবীর সমস্ত ভূখণ্ড
তোর গান শোনার অপেক্ষায়।
আজও তোর গান শোনার
অপেক্ষায় আমি,
অপেক্ষায় (বাংলা কবিতার) সমস্ত কবি।।