আমি বাংলাদেশী, ক্রিকেট ভালবাসি
ভালবাসি টাইগার টিম
যাদের আছে তরুণবোলার মুস্তাফিজ-তাসকিন।
মাশরাফির মতো ক্যাপটেন
আছে যাদের কাছে।
তাদের হারায় এমন ক্ষমতা
আছে কার কাছে।
স্বপ্নের ২০১৫ তে খেলে দাপটের সাথে
ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাও
ভয় পেয়ে যায় তাতে।
তারপর ২০১৬ তে
হঠাৎ কি যে হল
টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো
তামিম সেঞ্চুরি পেল
বাছাই পর্ব খেলে তারা উঠল সুপার টেনে
তারপর তারা হারল
পাকিস্তানের কাছে বিরাট রানের ব্যবধানে।
তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সাথে লড়াই করল ঠিকই,
কিন্তু ভারতÑবাংলাদেশ ম্যাচে
করল তারা একি!
এক রানের ব্যবধানে হারল বাংলাদেশ।
জয়ের মঞ্চ ভেঙে চুরমার,
সম্মান যা ছিল তা হল ছারখার।
কান্নায় ভেঙে পড়ল ক্রিকেটপ্রেমী দেশ।
আবার যদি পেতাম একটা জয়
তাহলে বলতে পারতাম
এখনো তাদের হয়নি কো ক্ষয়।
এখনো তারা উজ্জ্বীবিত
আতœবিশ্বাসের জোরে,
এখনো তারা জিততে পারে
“জয় বাংলা” ধ্বনি উচ্চারণ করে।