দোরের সামনে এসে দাড়িয়েছে মৃত্যুর পালকি থানা
এবার মোরে যেতে হবে সেটা নিশ্চয় সবার জানা।
এ জীবন হায় অলস অচল হয়ে কাটাইলাম,
আল্লাহর দ্বীনের কাজ করার সময় না পাইলাম।
লাশেরে গোসল করাও তোমরা সাদা কাফন পড়াও
আতর লাগাও আর জানাযাটা পড়াও।
দুনিয়াতে ছিল যত সম্পত্তি সকল,
আজ তা হয়ে গেল একদমই নিস্ফল।
যাবে না কেনো ধন সম্পদ,
সাথে থাকবে না বন্ধু বান্ধব,
সাথে থাকবে শুধু আমল নামাটা,
এটা বাদে বাকি সব হবে সেদিন মিছা।
সাড়ে তিন হাত জমি হবে আমার থাকার ঘর,
দুনিয়াদি বাড়ি-ঘর সেদিন হবে পর।
মুনকার-নাকির এসে.
প্রশ্ন জিজ্ঞাসিবে,
কি উত্তর দিব ভেবে নাহি পাই।
উত্তর না দিতে পারলে, কুল-কিনারা নাই।
আমল যদি থাকে ভালো প্রশ্নের উত্তর সহজ হবে,
যতই কঠিন প্রশ্ন করুক চিন্তা নেই তবে।
হে প্রিয় জীবন তোমায় জানাই বিদায়,
স্বাগত জানাই তবে আখিরাতের ঠিকানায়।