আয় হতে কর দাও
দেশের উন্নয়নে শরিক হও।
“ বিত্তবান ও করদাতাদের উৎসাহিত কর,
দেশের ভবিষ্যৎ উজ্জ্বল কর।
সবাই মিলে দেব কর,
দেশ হবে স্বনির্ভর।
সঠিক সময়ে সঠিক নিয়মে কর দাও
দেশের উন্নয়নে শরিক হও।”
“দেশের উন্নয়ন জাতির উন্নয়ন দেখতে যদি চাও,
প্রতি বছর সেপ্টেম্বর মাসে আয়কর মেলায় আয়কর দাও।”
হাসি মুখে নিজ উদ্যোগে কর দাও
সরকারী রাজস্ব বাড়াও।
দেশের উন্নয়নের স¦ার্থে
রাজস্ব বাড়াও এক সাথে।
রাজস্ব যখন বাড়বে
দেশের উন্নয়ন হবে।
“সুনাগরিক হওয়ার স্বার্থে নিয়মিত আয়কর দেব,
সেই সাথে শপথ করলাম সোনার বাংলা গড়ব।”