আল্লাহ্ তোমার কালাম পড়তে কেন লাগে এত ভালো,
তোমার কালাম পড়লে পরে জ্বলে উঠে জ্ঞানের আলো।
মধুর সুরে পড়লে কোরআন জুড়িয়ে যায় যে আমার প্রাণ।
তাই তো আমি বারেবারে পড়ি তোমার পাক কোরআন।
তোমার কোরআন পড়ে বিশ্বের লক্ষ কোটি মুসলমান,
তোমার কোরআন পড়লে হয় চোখের দৃষ্টি দীপ্তিমান।
কোরআনের ঐ মধুর নুরে মুগ্ধ হয়ে উমর হলো মুসলমান,
পাল্টে গেল জীবন তাহার ধন্য হলো তার দু’জাহান।
কোরআন শিক্ষার আস্তানা ভাই মক্তব মসজিদ মাদরাসায়,
কোরআন - হাদিস পড়ব মোরা যাব মক্তব মসজিদ মাদরাসায়।
হাফেজ, কার¦ী আলেম হব সঠিক পথের দিশা পাব,
আখিরাতে নাজাত পাব জান্নাতে স্থান পাব।
তাই তো মোরা কোরআন শিখব, প্রতিদিন পাঠ করব,
মন থেকে হিংসা বিদ্বেষ দূর করব,
কোরআনের আলোকে মোদের জীবন গঠন করব ।
কোরআনের জ্ঞান থাকবে যখন অন্তরে
র্দূণীতি সুদ ঘুষ হানা হানি থাকবে না কোন প্রান্তরে।