কষ্ট, ভীষণ কষ্ট
না বোঝার কষ্ট
না বলার কষ্ট
না মানার কষ্ট
নিরবে কান্নার কষ্ট
তুমি চলে যাবার কষ্ট
তুমি না ফিরে আসার কষ্ট
এত গভীর কষ্ট যে তা সহ্য করাও কষ্ট
মনে হয় কিছু কষ্ট এমনি হয়,
যা মুখ খুলে বলার মতন নয়।
আবার কিছু কষ্ট নিরবে সহ্য করে যেতে হয়।
সবার সাথে তাল মিলিয়ে সামাজিকতা রক্ষা করতে হয়।